মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা, মিরাশ আলী সাবুল।
ভাষার তরে দিয়েছে যারা দেহবল মনপ্রাণ!
তারা বেচে আছে সব বাঙ্গালীর তরে!
গাহি তাহাদের গান!
আজ ২১ শে ফেব্রুয়ারি ”মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” এই দিনে যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরন করছি। মাতৃভাষার জন্য যেসকল বীর শহীদ হয়েছেন সকল বীর শহীদের প্রতি। আজ শ্রদ্ধা নিবেদন করেন, বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগেী, লন্ডন প্রবাসী মিরাশ আলী সাবুল সাহেব।