সুনামের সাথে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এমএফআই কোচিং হোম।
নিউজ ডেক্স।
সিলেট সিটি ৩০ নং ওয়ার্ডে
এমএফআই কোচিং হোম কর্তৃক আয়োজিত ১৫তম এসএসসি(২৫) মডেল টেস্ট রেজাল্ট,পুরস্কার বিতরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আজ রোজ রবিবার(০৬/০৪/২৫) সু-সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মো:চুনু মিয়া সাহেব।
সঞ্চালনায় : এমএফআই কোচিং হোম এর পরিচালক মোঃ ফখরুল ইসলাম।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ তম বিসিএস শিক্ষা ক্যাডার জনাব প্রতাপ চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিচাইল্ড কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাকালীন থেকে প্রিন্সিপাল কাওসার আহমদ,
সিলেটি নাটকের নাট্য নির্মাতা ও অভিনেতা সাংবাদিক মোঃ আবুল বশর , শিববাড়ি খাইরুন্নেছা ফার্মেসির স্বত্বাধিকার ও জৈনপুর চান্দাই রোড ব্যবসায়ী সমিতর সভাপতি জুবায়ের আহমদ জুবেল আলী ,শিববাড়ি বাজারে জোবাইদা লাইব্রেরী স্বত্বাধিকার,কোচিং এর সাবেক সিনিয়র শিক্ষক বন্ধু_মোঃ জয়নাল আবেদিন, আরো
উপস্থিত ছিলেন কোচিংগের ইংরেজি বিভাগের শিক্ষক কামরান আহমদ।এছাড়া কোচিং এর রানিং সিনিয়র শিক্ষক পাপলু রঞ্জন দাস।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন আলভী আলি,সনাতন ধর্ম থেকে গীতা পাঠ করেন কাঁকন মজুমদার, শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন কোচিং এর শিক্ষক পাপলু রঞ্জন দাস,প্রথম স্থান অধিকারী সুবর্ণা পাল, দ্বিতীয় স্থান অধিকারকারী আমিনা আক্তার ,,, তৃতীয় স্থান অধিকারকারী রিয়া মজুমদার।
কোচিং, প্রাইভেট ছাত্র-ছাত্রীসহ প্রায় ৩০জনের উপস্থিতিতে আজকের এই আয়োজন ছিল।পরিশেষে শিক্ষক জয়নালের দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদান করেছে প্রবাসী আমার সাবেক কোচিং হোমের সাবেক ছাত্র জালাল আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়, আগামী সুন্দর বাংলাদেশ গড়তে সুশিক্ষাই অত্যন্ত জরুর। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শিক্ষা অর্জন করা অতিব জরুর। পরিশেষে ছাত্রদের দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে পরিসমাপ্তি হয়।